মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ফরাসি কূটনীতিককে তলব করলো ইরান

ফরাসি কূটনীতিককে তলব করলো ইরান

মহানবী হযরত মোহাম্মদ (সা:)- কে অবমাননা করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের প্রতিবাদ জানাতে ইরানে নিযুক্ত ফরাসি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের বরাতে জানা গেছে, ইরানে বর্তমানে ফরাসি রাষ্ট্রদূত উপস্থিত না থাকায় তার পরিবর্তে ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্লোরেন ইদালুকে সোমবার মন্ত্রণালয়ে তলব করা হয়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিভাগের মহাপরিচালক ফরাসি কূটনীতিককে জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইসলাম অবমাননার বক্তব্য দিয়ে বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছেন। মহানবী (সা:)-এর যেকোনো ধরনের অবমাননা সহ্য করার মতো নয়। রাষ্ট্রের যত উচ্চ পদ থেকেই এই অবামাননা করা হোক না কেন তা নিন্দনীয়।

মহাপরিচালক আরো বলেন, ফরাসি প্রেসিডেন্টের ইসলাম অবমাননাকর বক্তব্যকে কোনোভাবেই বাক স্বাধীনতার নামে চালিয়ে দেয়া যাবে না। একজন উগ্রবাদী লোকের সহিংস আচরণের প্রতিক্রিয়ায় ফরাসি কর্মকর্তারা যে অজ্ঞতাপূর্ণ কথা বলছেন তাতে উল্টো বহু মানুষ উগ্র চিন্তাধারার দিকে ধাবিত হবে।

এ বিষয়ে ফরাসি চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্লোরেন ইদালু বলেন, তিনি যত তাড়াতাড়ি সম্ভব ইরানের এ প্রতিবাদের কথা ফ্রান্সকে জানিয়ে দেবেন।

চলতি মাসের শুরুতে ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত ও কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। ইসলাম ধর্ম ও মুসলিমদের প্রতি ম্যাক্রোঁর আচরণে ক্ষুদ্ধ্ব মুসলিম বিশ্ব। এর প্রতিবাদে ফরাসি পণ্য বয়কট করার পাশাপাশি ম্যাক্রোঁকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।

সূত্র- পার্সটুডে

আলোকিত সিরাজগঞ্জ