বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

করোনা কেড়ে নিলো উহান হাসপাতালের পরিচালকের প্রাণ

করোনা কেড়ে নিলো উহান হাসপাতালের পরিচালকের প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চীনের উহান শহরের একটি হাসপাতালের প্রধান লিউ ঝিমিং। ভয়াবহ এ ভাইরাসের আক্রমণে মৃত্যুর মিছিল ঠেকাতে চিকিৎসক-নার্সদের সঙ্গে লড়াই চালিয়েছেন এই চিকিৎসক।

প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমিত হয়ে অনেক রোগী লিউ ঝিমিংয়ের হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও প্রাণে বাঁচতে পারলেন না লিউ নিজেই। সোমবার চিকিৎসাধীন অবস্থায় উহানের উচাং হাসপাতালের এই পরিচালকের মৃত্যু হয়েছে। চীনের কোনো হাসপাতালের প্রধান হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম প্রাণ হারালেন লিউ ঝিমিং।

চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম। গত শুক্রবার একই হাসপাতালের ৫৯ বছর বয়সী এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান। উচাং হাসপাতালের চিকিৎসকরা ডা. লিউ ঝিমিংয়ে মৃত্যুতে শোকে মুষড়ে পড়েছেন।

ডা. লিউয়ের আগে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ডা. লি লেন ওয়েলিয়াং, যিনি উহান কেন্দ্রীয় হাসপাতালে কর্মরত ছিলেন। চীনে করোনাভাইরাসের সংক্রমণে মৃত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৫ জনে। হুবেই প্রদেশে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে কয়েকশ’ মানুষের মধ্যে।

আলোকিত সিরাজগঞ্জ