বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আরো ১০০ জন করোনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো

আরো ১০০ জন করোনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো

চীনে করোনাভাইরাসে নতুন করে আরো ১০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৩জন। সোমবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

হুবেই স্বাস্থ্য কমিশন বলছে, তাদের প্রদেশে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা ১,৬৯৬। এছাড়া আক্রান্তের সংখ্যা ৫৮,১৮২। তবে পুরো চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৬৫ এবং আক্রান্তের সংখ্যা ৭০,৪৩৩। করোনার প্রকোপ কমাতে হুবেই রোববার তাদের সব শহরের পথে ব্যক্তিগত গাড়ি চালাতে নিষেধ করছে।

এদিকে, জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙর করা প্রমোদ তরী ডায়ামন্ড প্রিন্সেস থেকে করোনায় আক্রান্ত মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ৪০ জন ভাইরাস আক্রান্ত নাগরিককে জাপানে চিকিৎসার জন্য রাখা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস চীন সরকারকে সর্বাত্মকভাবে প্রস্তুত থাকতে বলেছেন। তিনি বলেছেন, ভাইরাসটি অপ্রতিরোধযোগ্য হয়ে উঠছে, যা মহামারী আকার ধারণ করতে পারে।

এ ছাড়া চীনে ক্রমশ আক্রান্ত এবং প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাড়া না থাকায় সমালোচনা করেছে সংস্থাটি। গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এর সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ চীন। শুধু চীন-ই নয়, বিশ্বের অন্যান্য দেশেও ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।

আলোকিত সিরাজগঞ্জ