পৃথিবী শুরুর গল্প বলবে কি প্রাচীনতম শিলা?
পৃথিবীর গভীরে লুকিয়ে আছে তার শুরুর গল্প। সেই গল্প কখনো আগুনের, কখনো বরফের, কখনো বা বিস্ময়ের। সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক শিলার সন্ধান পেয়েছেন, যা আমাদের গ্রহের ইতিহাসের প্রায় হারিয়ে যাওয়া এক রহস্যঘেরা অধ্যায়ের গল্প বললেও বলতে পারে।