শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

তাড়াশে রাইস ট্রান্সপ্লান্টার চারা রোপণের শুভ উদ্বোধনে আজিজ এমপি

তাড়াশে রাইস ট্রান্সপ্লান্টার চারা রোপণের শুভ উদ্বোধনে আজিজ এমপি

সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদ এর ৫০ একর ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে চারা রোপণের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি আজিজ।

কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন বলেন, তাড়াশে আধুনিক কৃষিযন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে। এই যন্ত্র ব্যবহারে যেমন স্বল্প সময়ে সারিবদ্ধভাবে ধানের চারা লাগানো যায়, তেমনি খরচও কম। এ কারণে কৃষকেরা এই যন্ত্র ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন। তাঁরা যন্ত্রটি সহজলভ্য করার দাবি জানান তিনি।

গতকাল শনিবার (২৪ ফেব্রয়ারি) উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের দিঘী সগুনা মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান।

বোরো ধানের সমলয় চাষাবাদ কার্যকমের শুভ উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ- রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন,মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুজীববিদ মেহেদী হাসান ম্যাগনেট, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীউল হক শামীম, ইউপি সদস্য জহুরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ: