শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কাজীপুরে সাত বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও জাতীয় পতাকা প্রদান

কাজীপুরে সাত বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও জাতীয় পতাকা প্রদান

সংগৃহীত

সিরাজগঞ্জের কাজীপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা ও জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আশরাফুল আলম।

প্রতিবছরের ন্যায় এবারো প্রধান শিক্ষকের নিজ পরিকল্পনায় ও অর্থায়ণে সংবর্ধনা অনুষ্ঠানে মোট ৭জন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের হাতে স্বাধীন দেশের জাতীয় পতাকা তুলে দেয়া হয়েছে।

অনুষ্ঠানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান বলেন, ‘প্রতিবছরই আশরাফুল সাহেব মুক্তিযোদ্ধাদের এ সম্মান দেন। প্রধান শিক্ষককে আমরা ধন্যবাদ জানাই।’ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বলেন, ‘প্রধান শিক্ষকের এমন আয়োজনে আমরা মুগ্ধ। আমরা চাই এভাবেই মুক্তিযোদ্ধারা সম্মান পাক সারাজীবন।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাজীপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি শওকত হোসেন, সম্পাদক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একটি করে জাতীয় পতাকা প্রদান করা হয়। এ সময় কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

সূত্র: banglakhaborbd

সর্বশেষ: