মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

নির্বাচনে অনিয়ম হলে ভোটকেন্দ্র থেকে কেউ বের হতে পারবে না : হারুনুর রশিদ

নির্বাচনে অনিয়ম হলে ভোটকেন্দ্র থেকে কেউ বের হতে পারবে না : হারুনুর রশিদ

সংগৃহীত

নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ কোনো অফিসারের ন্যুনতম অনিয়ম পরিলক্ষিত হলে ভোটকেন্দ্র থেকে কেউ বের হতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদ। সোমবার (২৬ জানুয়ারি) সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে এক নির্বাচনি সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। 

হারুনুর রশিদ বলেন, আমরা ভোটকেন্দ্রে চুরিও করতে যাব না, আবার ভোটকেন্দ্রে কিন্তু অনিয়মও করতে যাব না। আমরা জাল ভোট দিতেও দেব না, নিজেরাও দেব না। সুতরাং নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্য কেউ যদি চক্রান্ত করে, দীর্ঘ ১৫ বছর নির্বাচনের জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে; দেশকে গণতন্ত্রের উত্তরণের পথে নিয়ে আসার জন্য। তাই প্রশাসন, রিটানিং অফিসারসহ সমস্ত প্রশাসনের উদ্দেশ্যে বলছি জাতির এই ক্রান্তিলগ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব একটি সুষ্ঠু ও সুন্দর এবং অবাধ নির্বাচন বাস্তবায়ন করে দেওয়া। এজন্য কোনো অবস্থাতে নির্বাচনে যেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ কোনো অফিসারের ন্যূনতম যেন অনিয়ম পরিলক্ষিত না হয়। যদি পরিলক্ষিত হয় তাহলে এই যে আজকে জনমত দেখছেন, নির্বাচনের ভোটকেন্দ্র থেকে কেউ বের হতে পারবেন না। এটা আমাদের পরিষ্কার ও স্পষ্ট ঘোষণা।

তিনি আরও বলেন, অন্য রাজনৈতিক দল যারা নির্বাচন করছেন তারা দয়া করে নির্বাচনের পরিবেশ ঠিক রাখার জন্য নিজেরা এবং নিজেদের কর্মীদেরকে সংযত রাখিয়েন। আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু। আপনারা ভোটের আচরণবিধি প্রতিনিয়ত লঙ্ঘন করছেন। তারা তাদের পোস্টার নিজেরা ছিঁড়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। নিজেরাই আগুন লাগিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়ছে যে, দেখেন বিএনপির নেতাকর্মীরা আগুন লাগাচ্ছে।

ফ্যামেলি কার্ড নিয়ে হারুনুর রশিদ বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান মহিলাদের জন্য ফ্যামেলি কার্ডের ঘোষণা দিয়েছে। আর জামায়াতে ইসলামী বলছে এটা ভুয়া। আরে বেগম খালেদা জিয়া এদেশের মেয়েদের জন্য অবৈতনিক নারী শিক্ষা, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড চালু করেছে। কৃষকদের জন্য ২৫ হাজার টাকার ঋণ মাফ করে গিয়েছে। তাই তারেক রহমানের ফ্যামেলি ও কৃষক কার্ড নিয়ে আপনাদের গায়ে জ্বালা ধরছে কেন?

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।  এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা