মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

দ্বিতীয় দফায় বিএনপির প্রার্থীকে শোকজ

দ্বিতীয় দফায় বিএনপির প্রার্থীকে শোকজ

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) আসনটির নির্বাচনী অনুসন্ধান বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (ধামইরহাট) বিচারক সাথী ইসলাম এ নোটিশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে তাকে লিখিত ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

এর আগে ১১ জানুয়ারি নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণার অভিযোগে শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

দ্বিতীয় দফায় পাঠানো এ কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, শেখ মো. রেজাউল ইসলাম রেজু নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী। গত ১৬ জানুয়ারি রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ডুবাগাড়ী বাজারে স্বতন্ত্র প্রার্থীর পথসভায় রানীনগর উপজেলার সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনের নেতৃত্বে বড়গাছা এলাকার সাদেকুল ইসলাম, হাকিম, লেবু, শাহিন ও আজাদসহ আরও অনেকেই স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবিরের সমন্বয়ক পাভেল রহমানের পথসভায় প্রতিরোধ করে অগ্নিসংযোগ করে তাদের বাঁধা প্রদান করেছেন। এছাড়া নির্ধারিত সময়ের আগেই ধানের শীষ প্রতীকের পোস্টার (হ্যান্ডবিল) বিলি করেছেন। বিধায় আপনার পক্ষে উপর্যুক্ত কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ মর্মে অত্র কমিটির নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শেখ রেজাউল ইসলাম রেজুর কাছে লিখিত জবাব চেয়ে নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার (শেখ মো. রেজাউল ইসলাম রেজু) বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না সে বিষয়ে আগামী ১ জানুয়ারি বেলা ১১টায় নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক সাথী ইসলামের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হলো।

নওগাঁ-৬ আসনের বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা