মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা

তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত

সাতক্ষীরায় জ্বালানি তেল কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) আশাশুনি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।

জানা গেছে, বুধহাটা বাজারে অবস্থিত রহমান ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে জ্বালানি তেলের ওজন ও পরিমাপে গড়মিল পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২(৩) ধারায় ফিলিং স্টেশনটির মালিক একেএম এহসানুল হককে ১০ হাজার টাকা ও মহেশ্বরকাটি এলাকায় অবস্থিত আন্না ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে বিএসটিআই খুলনার পরীক্ষক মো. রহিজ আহম্মেদ এবং থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান প্রশাসন। 

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: