বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের উন্নতি হবে: ফাওজুল কবির

তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের উন্নতি হবে: ফাওজুল কবির

সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বড়পুকুরিয়ায় কারিগরি সমস্যা হয়েছে, যা দ্রুত মেরামত করা হচ্ছে। রামপাল পুনরায় চালু হয়েছে। আদানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত গ্যাস আমদানির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান অবস্থার উন্নতি হবে।

বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানিখাতের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশ (এফইআরবি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২০১০ সালের বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন (বিশেষ আইন) স্থগিত করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিআরসি) আইনের ৩৪(ক) ধারা বাতিল করা হয়েছে। জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানির বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান থেকে সচিবদের অপসারণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের কাঠামো ভেঙে দেয়াসহ বদলি ও নিয়োগ বাণিজ্য বন্ধের জন্য নীতিমালা তৈরি হয়েছে।

উপদেষ্টা উল্লেখ করেন, তিনি কোনো পরিসংখ্যানে বিশ্বাস করেন না, মানুষের সত্যিকারের কী উপকার হলো, তার মাধ্যমে কাজের বিচার করা হবে। উন্নয়ন বিচার করা হবে বাস্তব অবস্থা দিয়ে।

এ সময় তিনি সাংবাদিকদের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম ও দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: