বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঝেঁপে নামতে পারে বৃষ্টি, তাপমাত্রায় স্বস্তি

ঝেঁপে নামতে পারে বৃষ্টি, তাপমাত্রায় স্বস্তি

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এর প্রভাবে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে ঝেঁপে বৃষ্টি নেমে কিছুটা স্বস্তি মিলতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া আবহাওয়া আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে জানিয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝা‌রি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায়ই অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চট্রগ্রাম ও কুমিল্লায় ২৫ ডিগ্রি সেলসিয়াস।
 
পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে আবহাওয়া অ‌ধিদফতর।

পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমী বায়ূর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ূর অক্ষের একটি বাড়তি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিটে এবং কাল সূর্যোদয় ভোর ৫ টা ২৬ মিনিটে।

আলোকিত সিরাজগঞ্জ