মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেন বঙ্গমাতা’

‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেন বঙ্গমাতা’

‘আমার মায়ের প্রতি বাবার অনেক আস্থা ছিল। আর মা-ও পাশে থেকে কাজ করে গেছেন। প্রতিটি সংগঠনের সাথেই তার যোগাযোগ ছিল। জেলখানা থেকে বাবা যে নির্দেশনা দিতো তা মা ছাত্রলীগ যুবলীগের কাছে পৌঁছে দিতেন। যে সমস্ত নেতারা কারাগারে বন্দী ছিলেন। তাদের বাড়িতে বাজার হচ্ছে কিনা খোঁজ খবর নিতেন। আব্বার রান্না সবসময় মা নিজে করতেন।

বিলাসিতায় গা না ভাসানোর শিক্ষা দিয়েছেন বাবা। সব সময় তিনি এই শিক্ষা দিয়েছেন। জমি থেকে পাওয়া ফসল, পুকুরের মাছ থেকে প্রাপ্ত টাকা আমার দাদা মার হাতে তুলে দিতেন। কারণ তিনি জানতেন বাবা জেল থেকে ছাড়া পেলেই টাকা লাগত। অনেকেই জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু আমার মা সবসময় সঠিক সিদ্ধান্ত নিতেন। স্বামীর কাছ থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন সমর্থন পেয়েছেন তা বিরল।’ 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আর আমার মা-ও তার পাশে থেকে কাজ করে গেছেন। 

প্রসঙ্গত, বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। সেখানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আলোকিত সিরাজগঞ্জ