বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পণ্যবাহী যানবাহনে যাত্রী নিলে কঠোর আইনগত ব্যবস্থা

পণ্যবাহী যানবাহনে যাত্রী নিলে কঠোর আইনগত ব্যবস্থা

পণ্যবাহী যানবাহন যাত্রী পরিবহন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানিয়েছে।

দেশব্যাপী সড়ক মহাসড়কে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা সত্ত্বেও কোনও কোনও পণ্যবাহী যানবাহন কৌশলে যাত্রী পরিবহন করছে। যা সরকারি আদেশ অমান্যের সামিল এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, সাধারণ ছুটির ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি এক আদেশে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত ৩০ মে পর্যন্ত বর্ধিত করে এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা জারি করে।

আলোকিত সিরাজগঞ্জ