বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সচিবদের আন্তরিকভাবে প্রকল্প পরিচালনার নির্দেশ

সচিবদের আন্তরিকভাবে প্রকল্প পরিচালনার নির্দেশ

 

উন্নয়নমূলক কাজে সুফল পেতে আন্তরিকতার সঙ্গে প্রকল্পের কাজ করার জন্য সচিব, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার রাজধানীর শের-এ-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উন্নয়নমূলক প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে দিক নির্দেশনামূলক এক বৈঠকে একথা বলেন তিনি।

বৈঠকের পর এম এ মান্নান সাংবাদিকদের বলেছন,উন্নয়নমূলক প্রকল্পগুলোতে অধিকতর সুফল পেতে তিনি সব সচিবদের একসঙ্গে দলবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনোমিকস ডিভিশন (জিইডি) সদস্য ড. শামসুল আলম ও পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন।

তিনি বলেন, বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের গতি বাড়াতে সমস্যা চিহ্নিত ও সেগুলো দ্রুত সমাধানের লক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় প্রতি দুই মাস অন্তর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের যুগ্ম প্রধান, উপপ্রধান ও সহকারী প্রধানের সঙ্গে বৈঠক করবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য সময় একবার অথবা দুইবার বাড়ানো হতে পারে। কিন্তু তৃতীয় দফা সময় বৃদ্ধি মোটেই কাম্য নয়। এমনকি প্রধানমন্ত্রীও এর পক্ষে নন।

মন্ত্রী বলেন, যেসব প্রকল্পে তৃতীয়বারের জন্য মেয়াদ বাড়ানো হবে, সেগুলো একনেকে পেশ করা হবে এবং তা প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।

তিনি বলেন, বৈঠকে অযৌক্তিকভাবে ভূমি অধিগ্রহণ না করার ব্যাপারে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকের বিভিন্ন সভায় যে নির্দেশনা দিয়েছেন সেগুলোকে একত্রে সংকলন করে একটি বই আকারে উপস্থাপন করা হবে।

তিনি আরো বলেন, নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা পর্যালোচনা করতে নির্দিষ্ট সময় পরপর বৈঠক অনুষ্ঠিত হবে।

এক প্রশ্নের জবাবে মান্নান বলেন, পানি সম্পদ মন্ত্রণালয় প্রকল্প কাজ পর্যবেক্ষণ করার জন্য এরই মধ্যে প্রকল্প স্থানে সিসিটিভি প্রযুক্তি স্থাপন করা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়নমূলক প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি কাজের মান বজায় রাখতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ