• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

‘পদ্মা সেতু নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি’

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯  

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানিয়েছেন, ভোটে পরাজিত হয়ে বিএনপি যখন কোনো কিছু করতে পারছে না। নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে পদ্মা সেতু নিয়ে। ছেলেধরা বলে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। এর প্রতিবাদ করতে হবে। আমাদের ছেলে-মেয়েদের সজাগ করতে হবে। যাতে কোনো গুজবে কান না দেয়।  শনিবার সকাল থেকে মাদারীপুরের শিবচরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন ও তারেক মোহাম্মদ হায়দার ট্রাস্টের অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। চিফ হুইপ আরো বলেন, ‘গুজব! পদ্মা সেতু করতে নাকি বাচ্চাদের মাথা লাগবে। পদ্মা সেতু শিবচর ও জাজিরায়। এই এলাকায় এই ধরনের কি কোনো ঘটনা আছে? নাই। তাহলে এই ধরনের কোনো ঘটনা কেন অন্য এলাকায় ঘটবে? এগুলো কিছুই না। এগুলো মূলত চক্রান্ত। তারা চায়, পদ্মা সেতু হবে না। সকল ষড়যন্ত্র করে তারা যখন ব্যর্থ হয়েছে। তখন নতুন ষড়যন্ত্র করে পদ্মা সেতু নির্মাণে বিলম্ব ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা সবাই শিক্ষার্থীদের সচেতন করবেন।’ আজ সকালে নূর-ই-আলম চৌধুরী শেখ রাসেল কিন্ডার গার্টেন স্কুলে অনুদান প্রদান, এরফান ইন্টারন্যাশনাল হাই স্কুলে অনুদান প্রদান এবং নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুদান প্রদান, বহেরতলা আদর্শ মহাবিদ্যালয়ে অনুদান প্রদান এবং নতুন ভবন উদ্বোধন, নূর-ই-আলম চৌধুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুদান প্রদান ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, দক্ষিণ বহেরাতলা ইউনিয়নে গুচ্ছগ্রাম উদ্বোধন, বাঁশকান্দি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুদান প্রদান, নূরুল আমিন ডিগ্রি কলেজে অনুদান প্রদান, খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ে অনুদান প্রদান ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।  তারেক মোহাম্মদ হায়দার ট্রাস্টের পক্ষ থেকে আটটি শিক্ষা প্রতিষ্ঠানে দুই কোটি টাকা অনুদান দেয়া হয়। এ সময় ট্রাস্টের চেয়ারম্যান হায়দার হোসেন, পরিচালক নীপা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ