• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

টেকনিক্যাল প্রকল্পে প্রকৌশলী নিয়োগের দাবি

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

 

দেশে সব ধরনের টেকনিক্যাল প্রকল্পে প্রকৌশলীদের নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন প্রকৌশলীরা। তারা বলেন, সব ধরনের টেকনিক্যাল পদগুলোতে যদি প্রকৌশলীদের নিয়োগ দেয়া হয় তাহলে দেশের উন্নয়নে আরো গতি পাবে। এছাড়া যেসব টেকনিক্যাল স্থানে এখনো প্রকৌশলীদের নিয়োগ দেয়া হয়নি সেসব স্থানে প্রকৌশলী নিয়োগ দিতে হবে।

রোববার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কাউন্সিল হলে বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রের অপারেশন ও রক্ষণাবেক্ষণ: বর্তমান প্র্যাকটিস বিষয়ক সেমিনারে এ দাবি জানিয়েছেন প্রকৌশলীরা। আইইবি’র যন্ত্র কৌশল বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিদ্যুৎ খাতে অনেক উন্নতি হয়েছে। আর এ বিদ্যুৎ খাতে উন্নতির পেছনে কাজ করছে দেশীয় প্রকৌশলীরা। দেশে বর্তমানে ১৩২টি পাওয়ার প্ল্যান্ট রয়েছে। ৯৩ শতাংশ জনগণ এখন বিদ্যুৎ ব্যবহার করছেন।

তারা বলেন, দেশে আরো বড় বড় বিদ্যুৎ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে নিতে প্রকৌশলী নিয়োগের কোনো বিকল্প নেই।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আইইবি’র প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ।

আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন- আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে আইইবির যন্ত্রকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী আহসান বিন বাসার রিপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আইইবির যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মো. আব্দুর রশিদ সরকার।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ