শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া

 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া ‘এক্সারসাইজ প্যাসিফিক এ্যানজেল ১৯-১’ এর উদ্বোধন করা হয়েছে। লালমনিরহাট কদমতলা উচ্চ বিদ্যালয়ে ৬ দিনের এ মহড়ার উদ্বোধন করা হয়। 

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম মহড়ার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ও পুলিশ সুপারসহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মহড়ায় গ্রুপ ক্যাপ্টেন আব্বাস আলীর নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর ২৫০ জন ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমান বাহিনীর মিশন কমান্ডার মেজর খ্রীস্টোফার ফালমারের নেতৃত্বে ১০০ জন সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ডের ৬ জন চিকিৎসক মহড়ায় অংশ নেন।
 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক মো. নূর ইসলাম এ তথ্য জানান।

দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত এই মহড়ার মাধ্যমে এই এলাকার অধিবাসীদের চিকিৎসা সেবা ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ভবন, বাড়িঘর নির্মাণে সহায়তা প্রদানে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া, বাংলাদেশ বিমান বাহিনীর লালমনিরহাটের তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিটের আশেপাশের এলাকার প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবাসহ ঔষধ ও সহায়ক সামগ্রী প্রদান করা হচ্ছে।

অপরদিকে, এই এলাকার ৫টি ক্ষতিগ্রস্থ বিদ্যালয় ভবন পূনঃনির্মাণ কার্যক্রমসহ স্যানিটারি সামগ্রী দেয়া হচ্ছে। এর আগে গত ১৯-২০ জুন এ যৌথমহড়ার প্রাক প্রস্তুতিস্বরুপ বিষয়ভিত্তিক অভিজ্ঞতা আদান প্রদান (এসএমইই) বিষয়ক প্রথম সেমিনার হয়। লালমনিরহাটের আরডিআরএস এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারটি হয়। 

সেমিনারে বক্তারা লালমনিরহাট এবং রংপুর জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রধানদের দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বিষয়ভিত্তিক বিভিন্ন মতামত তুলে ধরেন। এছাড়া, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেমিনারে দুর্যোগ পরবর্তী স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পরবর্তী করণীয় সম্পর্কেও আলোকপাত করেন। 

এ মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর