শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

পাহাড়ে গুলির শব্দ, আতঙ্কে রোহিঙ্গারা

পাহাড়ে গুলির শব্দ, আতঙ্কে রোহিঙ্গারা

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড় থেকে গুলির শব্দ পাওয়া গেছে। এতে রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক দেখা দিলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার রাতে ওই উপজেলার হ্নীলা ইউপির জাদিমোরা শালবাগানের পাশের পাহাড়ে এ ঘটনা ঘটে।

শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মাঝি সৈয়দুল আমিন বলেন, ক্যাম্পের পশ্চিম পাশের পাহাড় থেকে কয়েক রাউন্ড গুলির শব্দ পেয়ে পুলিশ ও ক্যাম্প কর্তৃপক্ষকে জানিয়েছি। ওই পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা রয়েছে। মাঝেমধ্যেই তাদের মধ্যে গোলাগুলি হয়।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা বলেন, রোহিঙ্গাদের কাছ থেকে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

এবিএমএস দোহা আরো বলেন, হ্নীলা ইউপির রঙ্গিখালী, আলীখালী, লেদা-মোচনী, জাদিমোরার চিহ্নিত কিছু মাদক ব্যবসায়ী ও সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ পাহাড়গুলোতে আস্তানা গেড়েছে। এসব পাহাড় থেকে প্রায়ই ইয়াবা, অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে নিয়ে সন্ত্রাসীরাই এ ঘটনা ঘটিয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: