বিনা ৯৮ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। আউশ জাতের ধান হলেও চাষিদের অক্লান্ত পরিশ্রমে আমনের সময়েই ভাল ফলনের আশা করছে। এবার কৃষি অফিস থেকে বীজ পেয়ে দুই একর জমিতে ব্রি ধান ৯৮ চাষ করেছে সিরাজুল ইসলাম পাটোয়ারী।
তিনি বলেন, ধর্মগড় ইউনিয়নের উপ কৃষি সহকারী অফিসার গৌসুল আযম পলাশের পরামর্শে বিনা ১৭ ধানের পরিবর্তে ব্রি ধান ৯৮ চাষ করেছি। প্রথমে একটু ভয়ে ছিলাম যে কেমন হয়। এখন ধান দেখে মনটা খুশি হয়ে গেছে। আশা করছি এই ধান আল্লাহ যদি কোনো বালা মসিবদ না দেয় তবে একরে ১০০ মনের কাছাকাছি হবে। ধর্মগড় ইউনিয়নের উপ কৃষি সহকারী অফিসার গৌসুল আযম পলাশ বলেন, এই এলাকার মানুষ আগাম সবজি চাষ করার জন্য অনে জমি পতিত রেখে দেয়। এ জন্য আমরা উপজেলা কৃষি অফিসার স্যারের পরামর্শে বেশ কয়েকটি জাত নিয়ে এসেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিনা ১৭, বিনা ৮২ ও বিনা ৯৮।
এই ইউনিয়নের আরেক কৃষি কর্মকর্তা শাহিন সারোয়ার বলেন, এই এলাকার চাষিরা অনেক পরিশ্রমি। ইনারা নতুন নতুন জাত নিয়ে চাষাবাদ করতে আগ্রহি। উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ব্রি ধান ৯৮ ভালো ফলন হবে। এই জাত আগামীতে আরো জনপ্রিয় হবে।
আলোকিত সিরাজগঞ্জ