বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় ফলছে ব্রুনাই কিং; আমের গড় ওজন ৪ কেজি

মাগুরায় ফলছে ব্রুনাই কিং; আমের গড় ওজন ৪ কেজি

একটি আমের ওজনই হয়ে থাকে ৪ থেকে সাড়ে ৪ কেজি। আমটির নাম ব্রুনাই কিং। যা আষাঢ়ের পরে শ্রাবণ মাসের শেষদিকে পাকে। বেশি ওজনের পাশাপাশি এটি খেতেও সুস্বাদু। চলতি বছর মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রে ব্রুনাই কিং জাতের আমের ফলন এসেছে।

৮-১০ ফুট উচ্চতার এই আম গাছে ব্যাপক আম ধরেছে। একেকটি আমের ওজন হয়েছে ৩ থেকে ৪ কেজি! আম দেখতে অনেকটা পেপের মত লম্বা। এছাড়াও এই আমটি খেতেও অনেক সুস্বাদু বলে জানান কৃষি কর্মকর্তারা।

জানা যায়, মাগুরা জেলার শালিখা উপজেলা আতিয়ার আতিয়ার রহমানের ভাগিনা ব্রুনাই থেকে ২০১১ সালে এ জাতের আম গাছের একটি ডাল নিয়ে এসেছিলেন। সেখান থেকে এ ব্রুনাই কিং আমের চারা গোটা জেলায় ছড়িয়ে পড়েছে। আমটি বৈশাখ-আষাঢ় মাসের মধ্যে এ জাতের চারা রোপণ করতে হয়। চারা রোপণের ২ বছরের মধ্যেই আম ধরে। এছাড়াও ফল ধরার পর শ্রাবণের শেষদিকে আম পাকতে শুরু করে। এই জাতের আম আঁশমুক্ত, মিষ্টি ও সুস্বাদু। কাঁচা আম খেতে কিছুটা টক লাগলেও মিষ্টি স্বাদ বিদ্যমান। পাকা আমের স্বাদ অনেকটা ফজলি আমের মতো।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশারফ হোসেন বলেন, ব্রুনাই কি জাতের আম ওজনে ৩ থেকে ৪ কেজি পর্যন্ত হয়। রোগ বালাইয়ের আক্রমণও কম. অল্প জায়গায় এ জাতের আমের চারা রোপণ করা যায়। এ জাতের আমের কলম করে যদি চাষিদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় তাহলে দেশের আমের যে চাহিদা রয়েছে তার অনেকটা পূরণ হবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর