শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০ কেজির ওলের দাম ৮০০ টাকা

২০ কেজির ওলের দাম ৮০০ টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হুমায়ন আহমেদ নামে এক কৃষক ২০ কেজি ওজনের একটি ওলকচু ৮০০ টাকায় বিক্রি করেছেন। নিজের জমিতে আবাদ করা ওই ওলকচু নিয়ে তিনি গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসে আসলে। এ সময় এক ব্যক্তি ৪০ টাকা কেজি দরে ৮০০ টাকা দিয়ে বিশাল এই ওলকচু কিনে নেন।

হুমায়ন আহমেদ বলেন, উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে আমি প্রতিবছর বিভিন্ন প্রকার কৃষি ফসল আবাদ ও প্রদর্শনী করি। ব্যক্তিগতভাবে লাভবান হয়েছি, এমনকি আমাকে দেখে গোয়ালন্দ ও রাজবাড়ীর আরও কয়েকজন কৃষক এই ওলকচু চাষ করছেন। অনেকে আমার কাছে এসে পরামর্শ নেন।

তিনি আরও বলেন, আমি অন্যের জমি লিজ নিয়ে চাষ শুরু করি। বর্তমানে গোয়ালন্দ উপজেলার কৃষি কর্মকর্তাদের পরামর্শে ২০০ বিঘা জমিতে বিভিন্ন ধরনের ফসলের প্রজেক্ট করেছি। জেলার সেরা কৃষক হওয়ায় বিভিন্ন কোম্পানির মাধ্যমে তুরস্ক, নেপাল, ভারত, থাইল্যান্ড, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আরব আমিরাত ও সৌদি আরব ভ্রমণ করেছি।

গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান বলেন, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ওলকচুর প্রদর্শনী খামার পরিদর্শন করা হয়। যেখানে কৃষকরা ১০ থেকে ১৫ কেজি ওজনের ওলকচু উত্তোলন করেছেন। তবে পরিচর্যা ভাল হলে এর ওজন আরও বাড়বে।

তিনি আরও বলেন, গোয়ালন্দ উপজেলায় এই জাতীয় বিশেষ করে কন্দাল ফসলের তেমন পরিচিত ছিল না। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কন্দাল ফসল যেমন ওলকচু, গাছ আলু, মিষ্টি আলু, পানি কচু ও লতি কচুসহ বিভিন্ন ফসল উপজেলার বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে। এতে কৃষকও অনেক লাভবান হচ্ছেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর