শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বাল্যবিয়ের অপরাধে বরের মায়ের সাজা ও কনের বোন জামাইয়ের জরিমানা

বাল্যবিয়ের অপরাধে বরের মায়ের সাজা ও কনের বোন জামাইয়ের জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিতে বাল্যবিয়ের অপরাধে বরের মায়ের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কনের বোন জামাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ছাইফুর রহমান।

শুক্রবার রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়া গ্রামের গোলবার হোসেনের ২২ বছরের পুত্র আল আমিনের সাথে পার্শ্ববর্তী দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের মজনু শেখের ১৪ বছরের কন্যা ও কামারপাড়া লতিফা-শাজাহান বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী মারিয়া খাতুনের বিয়ের আয়োজন করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ছাইফুর রহমান পুলিশ প্রশাসনসহ ঐ বাড়ীতে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্রশাসনকে দেখে বিয়ের অনুষ্ঠানের বর ও কনের আত্মীয়স্বজন পুলিশ দেখে পালিয়ে যায়। এ সময় বর ও কনের পিতাকে না পেয়ে কনের মা মরিয়ম বেগমকে বাল্যবিয়ে নিরোধ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কনের বোন জামাই ইব্রাহিম শেখকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড করেণ ভ্রাম্যমান আদালত। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: