
সংগৃহীত
ফ্রান্স থেকে আসা উন্নত জাতের ‘টেম্বো’ নামের টমেটো আবাদ করে ব্যাপক সাড়া ফেলেছেন ময়মনসিংহের চরাঞ্চলের কৃষকরা। সদর উপজেলার সবগুলো ইউনিয়ন সবজি ভান্ডার হিসেবে খ্যাত। এবার চরাঞ্চলের বোরোরচরে এই জাতটি প্রথম আবাদ করা হয়েছে। প্রথম আবাদেই বাজিমাত করেছেন কৃষকরা। প্রচুর ফলনে খুশি তারা।
জানা যায়, ফ্রান্সের টেকনিজম কোম্পানি থেকে টেম্বো জাতের বীজ বাংলাদেশে বাজারজাত করে কুশিয়ারা সিডস। এরপর প্যাকেটে ভরা বীজগুলো সারাদেশে তাদের নিজস্ব পরিবেশকের মাধ্যমে কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়। টমেটোর অন্যান্য জাতের থেকে সেরা হাইব্রিড টমেটো টেম্বো।
টমেটো ক্ষেত পরিদর্শন করছেন কৃষি কর্মকর্তারা।
টেম্বো টমেটো অন্যান্য টমেটোর চেয়ে অনেক আগাম এবং বৃষ্টি ও গরম সহনশীল একটি জাত। আগাম টমেটো হওয়ায় বাজারে কৃষকরা ভালো দাম পায়। এটি দেখতে আকর্ষণীয় ও শাখা-প্রশাখা বিস্তৃত উচ্চ-ফলনশীল জাত। এই টমেটো লম্বাকৃতির এবং অত্যন্ত শক্ত। এটির গড় ওজন ১২০ থেকে ১৫০ গ্রাম। রোপণের ৬০ থেকে ৬৫ দিনের মধ্যেই বাজারজাত করা যায়। পাতা কুঁকড়ানো রোগ ও ঢলে পড়া রোগ সহনশীল জাত।
ফ্রান্সের উন্নত জাতের ‘টেম্বো’ জাতের টমেটোর ফলন।
এ জাতের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে অন্যান্য জাতের চেয়ে জমিতে চারা বেশি লাগানো যায়। এতে কৃষকরা টমেটোর ফলন বেশি পায় এবং অনেক লাভবান হয়। উজ্জ্বল লাল রঙ্গের টেম্বো জাতের এই টমেটো পাকার পরেও শক্ত থাকে। তাই দূরে পরিবহন করলেও টমেটোর কোনো ক্ষতি হয় না।
ফ্রান্সের উন্নত জাতের ‘টেম্বো’ জাতের টমেটো ক্ষেত পরিদর্শন করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কৃষকরা জানান, জেলার মধ্যে বিভিন্ন জাতের সবচেয়ে বেশি টমেটো চাষ হয় সদর উপজেলায়। তবে এবার সদরের বোরোরচর ইউনিয়নে অধিক ফলন, আগাম ও শক্ত বিদেশি জাতের ‘টেম্বো’ নামের টমেটো চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন কৃষকরা। একজনের দেখাদেখি অন্য কৃষকরাও এটি চাষাবাদে আগ্রহী হচ্ছেন।
‘টেম্বো’ জাতের টমেটোর আবাদ।
মোস্তাকিম মিয়া, রাজিব মিয়া ও সারজুল ইসলাম নামে কয়েকজন কৃষক জানান, এখানে উচ্চ ফলনশীল মঙ্গল নামের একটি টমেটোর জাত কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পায়। তবে এবারই প্রথম কৃষকদের মধ্যে আলোচনায় এসেছে টেম্বো। টেম্বোর মতো আগাম জাত পাওয়া যায়নি। এছাড়া এই টমেটো পাকার পরেও শক্ত থাকায় সহজেই বাজারজাত করা যাচ্ছে। এ কারণে লাভও বেশি হচ্ছে।
কুশিয়ারা সিডস’র স্থানীয় পরিবেশক আসাদ মিয়া বলেন, টেম্বো টমেটো আগাম, বৃষ্টি-গরম সহনশীল এবং উচ্চ ফলনশীল হওয়ায় কৃষকদের এই বীজের চাহিদা বেশি। এ বছর টেম্বো টমেটোর বীজ অনেক কৃষক কিনে চাষাবাদ করে বাজারে ভালো দাম পেয়েছে।
ফ্রান্স থেকে নিয়ে আসা উন্নত জাতের ‘টেম্বো’ জাতের টমেটোর আবাদ হচ্ছে ময়মনসিংহে।
কুশিয়ারা সিডস’র মার্কেটিং অফিসার জিহাদ হাসান বলেন, এই জাতের টমেটো পাকার পরেও যেকোনো জাতের চেয়ে শক্ত। ফলে পরিবহনের সময় ক্ষতিগ্রস্ত হয় না। এতেও অনেক কৃষক টেম্বো চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছে।
কুশিয়ারা সিডস’র ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম লিটু বলেন, সারাদেশের যে সব কৃষকরা টেম্বো টমেটো চাষাবাদ করেছেন তাদের জমিতেই বাম্পার ফলন হয়েছে। ফলে এটি চাষাবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে।
‘টেম্বো’ নামের টমেটোর আবাদ দেখাচ্ছেন ময়মনসিংহের চরাঞ্চলের এক কৃষক।
এ বিষয়ে জানতে চাইলে ফ্রান্সের টেকনিজম কোম্পানির বৈজ্ঞানিক কর্মকর্তা ম্যারিয়ন বলেন, আমাদের দেয়া বীজগুলো অন্য জাতের টমেটোর চেয়ে যথেষ্ঠ ভালো মানের। অন্যান্য জাতের চেয়ে এই জাতে ভালো ফলন হওয়ায় কৃষকরা খুশি।
কৃষি সম্প্রসারণ অধিদফতর ময়মনসিংহের উপপরিচালক ড. নাছরিন আক্তার বানু বলেন, কৃষকরা লাভবান হচ্ছেন বলেই টেম্বো জাত চাষ করেছেন। কারণ একই জমিতে যে জাতের টমেটো সবচেয়ে বেশি উৎপাদন হবে কৃষকরা সেটিই চাষের আওতায় আনেন।
সূত্র: ডেইলি বাংলাদেশ