বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সলঙ্গার হাটিকুমরুল থেকে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

সলঙ্গার হাটিকুমরুল থেকে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় ২৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাকিল হোসেন ওরফে সুলতান (২১) নামে মাদক কারবারীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

আজ শনিবার (৬ মার্চ ) রাত দেড় টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় তনয় পরিবহন যাত্রীবাহি বাসে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃত হল, জয়পুরহাট সদর থানার ইছুয়া খাত্তার গ্রামের মনসুর আলীর ছেলে শাকিল হোসেন ওরফে সুলতান।

হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় নওগাঁর নজিপুর থেকে ঢাকাগামী তনয় পরিবহন বাসে অভিযান পরিচালনা করে ব্যাগে থাকা ২৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী শাকিল হোসেন কে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে সলঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: