বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে আদেশ অমান্য করে কোচিং পরিচালনা করার দায়ে জরিমানা

বেলকুচিতে আদেশ অমান্য করে কোচিং পরিচালনা করার দায়ে জরিমানা

আজ (১৩  আগষ্ট) বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার পলাশ-খালেকের মোড় ,চালা- বেলকুচি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

করোনাকালীন সময়ে সরকারি আদেশ অমান্য করে, সামাজিক দূরত্ব বজায় না রেখে, কোনো প্রকার স্বাস্থ্য বিধি না মেনে, ইচ্ছাকৃতভাবে শতাধিক ছাত্র- ছাত্রীদের স্বাস্থ্য ঝুঁকিতে রেখে কোচিং এর মাধ্যমে পাঠ দানের অপরাধে প্যাস্টরাল একাডেমীর পরিচালককে দণ্ডবিধি – ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫০,০০০/= (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।

এই মোবাইল কোর্ট পরিচালনা করেন বেলকুচি সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মহোদয় বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই বিষয়ে সম্মানিত অভিভাবকদের সতর্ক হওয়াও জরুরী। সকলের সহযোগিতা কাম্য।

আলোকিত সিরাজগঞ্জ