বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কামারখন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

কামারখন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

সিরাজগঞ্জের কামারখন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ চার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

রবিবার ভোর রাতে উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার জামতৈল গ্রামের রাসেল ইসলাম (২০), মোহাম্মদ আলী (১৯), ইমরান হোসেন (১৯), ফেরদৌস (১৮)।এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি অমরেশ কুমার বালা বাদী হয়ে রবিবার রাতে কামারখন্দ থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, রাসেল, মোহাম্মদ আলী, ইমরান ও ফেরদৌস সহ আরো কয়েকজন ডাকাত গত রবিবার ভোর রাতে ঝাঐল ওভারব্রীজ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সহ অবস্থান করে।গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-১২ এর সদস্যরা। এসময় ২টি ছুরি, একটি চাপাতি, একটি ড্রেগার, একটি রেঞ্জ, একটি প্লাস ও ২টি লম্বা লোহার রড সহ ও চার ডাকাতকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস জানান, ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতারের ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি অমরেশ কুমার বালার এজাহারের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত ।

আলোকিত সিরাজগঞ্জ