রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

ক্রিকেট

চিন্নাস্বামীতে খেলতে পারবেন কোহলিরা, তবে শর্ত রয়েছে

চিন্নাস্বামীতে খেলতে পারবেন কোহলিরা, তবে শর্ত রয়েছে

সংগৃহীত

এই বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ট্রফি জয় উদযাপন করতে গিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে পদদলিতের ঘটনা ঘটে। ১১ জন নিহতের ঘটনায় এই ভেন্যু ম্যাচ আয়োজনের মর্যাদা হারায়। আগামী আইপিএলে বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড কোথায় হবে, এনিয়ে শুরু হয় জল্পনা। কর্ণাটক মন্ত্রিসভা ম্যাচ আয়োজনের নীতিগত অনুমোদন দেওয়ায় স্বস্তির খবর মিলেছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে হোম ম্যাচ খেলতে পারবেন বিরাট কোহলিরা, তবে মানতে হবে শর্ত।

ওই শোকাবহ ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ঘরোয়া ক্রিকেটের ম্যাচও হচ্ছে না চিন্নাস্বামীতে। নারী বিশ্বকাপের নির্ধারিত খেলা শেষ মুহূর্তে শহর থেকে সরিয়ে নেওয়া হয়। ফাইনাল পর্যন্ত এই ভেন্যুর ম্যাচগুলি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হয়েছিল, যেখানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত।

শুধু তাই নয়, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিন্নাস্বামীকে পাঁচ ভারতীয় ভেন্যুর তালিকাতে রাখা হয়নি। দক্ষিণ ভারতে কেবল চেন্নাই আর অন্য চারটি ভেন্যু- কলকাতা, মুম্বাই, দিল্লি ও আহমেদাবাদ; সঙ্গে শ্রীলঙ্কার তিনটি স্টেডিয়াম। জুলাইয়ে স্বাধীন কমিশনের বিচারপতি জন মাইকেল ডি’কুনহা জানিয়েছিলেন, বড় মাপের অনুষ্ঠান বা ম্যাচ আয়োজন করার ক্ষমতা নেই ওই স্টেডিয়ামের। জননিরাপত্তার পক্ষে সেটি বিপজ্জনক।

কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, ‘আমরা আইপিএলের ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ইতিবাচক আছি। স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরকে বলেছি ওদের (কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার কর্তা) সঙ্গে বৈঠক করতে। উনি ক্রিকেট কর্তাদের সঙ্গে কথা বলবেন। তারপর উনিই সিদ্ধান্ত জানাবেন।’

শিবকুমার স্পষ্ট জানিয়েছেন, বিচারপতি জন মাইকেল ডি’কুনহার রিপোর্টে দেওয়া প্রস্তাব অবশ্যই মানতে হবে রাজ্য সংস্থাকে। সম্প্রতি কর্নাটক সরকার নির্দেশ দিয়েছে, চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে হলে পূর্ণাঙ্গ পরিকাঠামোগত ফিটনেস পরীক্ষা দিতে হবে স্টেডিয়ামকে। কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থাকে এই নির্দেশ পাঠিয়েছে বেঙ্গালুরুর পূর্ত দফতর। স্টেডিয়ামের নিরাপত্তা সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে। স্টেডিয়ামের নিরাপত্তা পরীক্ষার অবশ্যই ‘ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ’-এর বিশেষজ্ঞদের অধীনে হতে হবে। তারাই কঠিন মাপকাঠি দিয়ে যাচাই করে নেবেন আদৌ চিন্নাস্বামী স্টেডিয়াম ম্যাচ আয়োজনের উপযুক্ত কি না।

সব মিলিয়ে পরিষ্কার যে চিন্নাস্বামীতে ক্রিকেট ফেরার পথ এখন শর্তসাপেক্ষ। ডি’কুনহা কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলেই তবেই সেখানে হবে আইপিএল।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম: