রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

ক্রিকেট

দুর্নীতির অভিযোগে ভারতের চার ক্রিকেটার নিষিদ্ধ

দুর্নীতির অভিযোগে ভারতের চার ক্রিকেটার নিষিদ্ধ

সংগৃহীত

চার ক্রিকেটারকে  নিষিদ্ধ করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। চলতি বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছেন অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠী ও অভিষেক ঠাকুরী।

বিভিন্ন পর্যায়ে আসামকে প্রতিনিধিত্ব করা এই চার জনের বিরুদ্ধে রাজ্য পুলিশের অপরাধ শাখায় একটি এফআইআর দাখিল করেছে এসিএ।

এই চার ক্রিকেটারের বিরুদ্ধে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আসামের কিছু খেলোয়াড়কে প্রভাবিত করার ও উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে। এসিএ সেক্রেটারি সনাতন দাস জানান, অভিযোগ সামনে আসার পর বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট তদন্ত শুরু করে। এসিএ ফৌজদারি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর অভিযোগের প্রমাণ মিলেছে।’

আসামের লিগ ম্যাচগুলো ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত হয়েছে লখনউতে। দলটি সুপার লিগ পর্বে উঠতে পারেনি।

নিষেধাজ্ঞা থাকাকালে এই চার ক্রিকেটার কোনো প্রাদেশিক পর্যায়ের টুর্নামেন্ট কিংবা এসিএর ম্যাচে অংশ নিতে পারবেন না। এমনকি ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কার্যক্রম যেমন ম্যাচ রেফারিং, কোচিং, আম্পায়ারিংয়েও নিষিদ্ধ তারা। 

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম: