
মাত্র ১১ মাসের মধ্যে দুটি আন্তর্জাতিক ট্রফি জয়। বাঁধন হারা উল্লাসে মেতে উঠেছিল আর্জেন্টিনা ফুটবল দল। সেটা অমূলকও নয়। ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জয়ের পর ড্রেসিংরুমেও উৎসব করেছিলেন আর্জেন্টাইনরা। সেই উদ্যাপনে ব্রাজিলকেও জড়িয়ে ফেলেন আলবিসেলেস্তেরা।
তাদের আনন্দের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ব্রাজিলকে টেনে এনে আর্জেন্টিনার খেলোয়াড়রা গাইছিলেন, ‘কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেলো?’
স্বাভাবিকভাবে বিষয়টি ভালোভাবে গ্রহণ করেনি ব্রাজিলের ভক্ত-সমর্থকরা। সেই তালিকায় যুক্ত হয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রও। ইনস্টাগ্রামে ফুটবল ইজ আর্ট নামের একটি প্রোফাইল থেকে আপলোড করা হয় আর্জেন্টাইনদের সেই উদ্যাপনের ভিডিও।
লিওনেল মেসি, আনহেল দি মারিয়াদের খোঁচা দিয়ে সেখানে মন্তব্য করেছেন নেইমার। তিনি লিখেছেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’ নেইমারের এই মন্তব্যও ভাইরাল হয়েছে। ব্রাজিল সমর্থকরা হুমড়ি খেয়ে পড়েছেন প্রিয় তারকার মন্তব্যের সমর্থনে। সেখানে লাইক দিয়েছেন প্রায় ৩০ হাজার ব্যবহারকারী।
আলোকিত সিরাজগঞ্জ