মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ইপিএলের মৌসুম সেরা সিটির ডিফেন্ডার দিয়াস

ইপিএলের মৌসুম সেরা সিটির ডিফেন্ডার দিয়াস

দ্বিতীয় পর্তুগিজ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস।

নিজেদের ওয়েবসাইটে ২০২০-২১ আসরের সেরা খেলোয়াড় হিসেবে ২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাকের নাম ঘোষণা করে প্রিমিয়ার লিগ।

ম্যানচেস্টার ইউনাইটেডের নেমানিয়া ভিদিচ, সিটির সাবেক অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি ও লিভারপুলের ভার্জিল ফন ডাইকের পর চতুর্থ ডিফেন্ডার হিসেবে মৌসুম সেরার পুরস্কার জিতলেন তিনি।

গত মাসে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটেও ইংল্যান্ডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন দিয়াস। ইংল্যান্ডের শীর্ষ লিগে অভিষেক আসরেই সেরার পুরস্কার জিতলেন তিনি। গত বছর বেনফিকা থেকে তাকে দলে টেনেছিল সিটি।

গত চার বছরে সিটির তৃতীয় প্রিমিয়ার লিগ জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দিয়াস। এ ছাড়া দলটির লিগ কাপ জয় ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠায় তার ছিল বড় অবদান।

মৌসুম সেরা নির্বাচনে ভোট দেন সমর্থক, প্রিমিয়ার লিগের ২০ দলের অধিনায়ক এবং ফুটবল বিশেষজ্ঞদের একটি প্যানেল।

দিয়াসের প্রতিদ্বন্দ্বী ছিলেন তার সতীর্থ মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে, ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস, অ্যাস্টন ভিলা মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ, টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড হ্যারি কেইন, চেলসি মিডফিল্ডার ম্যাসন মাউন্ট, লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও অ্যাস্টন ভিলা মিডফিল্ডার তমাস সুচেক।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৬-০৭ ও ২০০৭-০৮ মৌসুমে দিয়াসের জাতীয় দলের সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো দুইবার এই পুরস্কার জেতেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর