শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে মাঠের বাইরে কৌতিনহো

ইনজুরিতে মাঠের বাইরে কৌতিনহো

বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কৌতিনহো। ফলে বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে কৌতিনহোকে পাচ্ছে না বার্সেলোনা।

এমনকি কৌতিনহোর ইনজুরিতে চিন্তায় পড়েছে ব্রাজিলও। ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে পর্বে ব্রাজিলের পরের দুই ম্যাচে তার খেলা নিয়ে সংশয় জেগেছে।

আগামী ১৪ নভেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলা ও তিন দিন পর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

লা লিগায় গত শনিবার ক্যাম্প’ন্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল’ক্লাসিকোয় পুরো ম্যাচটি খেলেছিলেন কৌতিনহো। ঐ ম্যাচেই ইনজুরিতে পড়েন তিনি।

এক বিবৃতিতে কৌতিনহোর ইনজুরি নিয়ে বার্সেলোনা জানায়, ইনজুরিতে পড়েছেন কৌতিনহো। তার শারীরিক উন্নতির উপর নির্ভর করছে মাঠে ফেরা। 

এবারের মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে সব ম্যাচই খেলেছেন কৌতিনহো।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: