বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যেখানে শীর্ষে ব্রাজিল, মেসিরা যে অবস্থানে

যেখানে শীর্ষে ব্রাজিল, মেসিরা যে অবস্থানে

ফুটবলের নাম শুনলে আসে ব্রাজিল ও আর্জেন্টিনার নাম। সারা বিশ্বে ফুটবল প্রেমীদের কাছে এই নামটি দুটি আবেগ ও ভালোবাসার নাম। সম্প্রতি সময়ে ফুটবলে আবারো শীর্ষে স্থান দখল করেছে ব্রাজিল। সেটি ফিফা র‌্যাংকিয়ে নয় ফুটবলার রপ্তানিতে।  মূলত এক দেশের ফুটবলার অন্যদেশের ঘরোয়া লিগগুলোতে খেলতে আসা-ই ফুটবলার রপ্তানি।

কিন্তু বিদেশের বিভিন্ন লিগে কোন দেশগুলো সবচেয়ে বেশি ফুটবলার রপ্তানি করে — এই প্রশ্নের উত্তরে সবার আগে যে দুইটি দেশের নাম আসবে তারা হলো ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুটি দেশের ফুটবলারেই সয়লাব প্রায় গোটা বিশ্ব। কিন্তু শীর্ষে আছে কোন দেশ, ব্রাজিল নাকি আর্জেন্টিনা – এমন বিতর্কের অবসান ঘটিয়েছে সুইজারল্যান্ডের ফুটবল বিষয়ক প্রতিষ্ঠান সিআইএস ফুটবল অবজারভেটরি।

তাদের বিশ্লেষণে চোখ রাখলে এতদিনে জানা হয়েছে গিয়েছে উত্তরটা। গত দুই বছর ধরে ফুটবলার রপ্তানিতে শীর্ষে ছিল ব্রাজিল, এবারও নিজেরা শীর্ষস্থান থেকে নড়েননি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে ফুটবলার রপ্তানিতে তাদেরই প্রতিদ্বন্দ্বী ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা উল্লেখযোগ্য দেশগুলোর একটি হলেও দীর্ঘদিন শীর্ষে উঠতে পারেনি।

সুইজারল্যান্ডের ফুটবলকেন্দ্রিক গবেষণা সংস্থাটি ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ের তালিকা হিসাব করে বিশ্বের ১৩৫টি লিগের ওপর অনুসন্ধান চালায়। সেসব দেশের ২২০০টি ক্লাবে মূল দলে খেলে থাকেন প্রায় ৬২ হাজার ফুটবলার। তাদের মধ্যে প্রায় সাড়ে ১৪ হাজার ফুটবলারই প্রবাসী, যারা জন্মভূমির বাইরে গিয়ে ফুটবল ক্যারিয়ার গড়েছেন।

সিআইইএসের গবেষণার ফলাফল বলছে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের লিগে সবচেয়ে বেশি ব্রাজিলের ফুটবলার রয়েছে। সেলেসাওদের প্রায় ১,২৮৯ জন ফুটবলার নিজ দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের লিগে খেলছেন। 

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দেশটির প্রায় ১ হাজার ৩৩ জন ফুটবলার বিভিন্ন দেশের ক্লাবে আছেন। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিওনেল মেসির বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। বিশ্বের নানা দেশে তাদের ৯০৫ জন ফুটবলার মাঠ মাতাচ্ছেন।

স্বাভাবিকভাবেই ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকে ফরোয়ার্ডদের ওপর। সিআইইএসের গবেষণাও সেই কথা বলছে। বিদেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ যথারীতি ফরোয়ার্ডদের নিয়েই। 

বিশ্বব্যাপী খেলা বিদেশি ফুটবলারদের মধ্যে ৩০.২ শতাংশই আক্রমণভাগের ফুটবলার। পরের তিন স্থানে যথাক্রমে ডিফেন্ডার (২২.৬ শতাংশ), মিডফিল্ডার (২১.৫ শতাংশ) ও গোলরক্ষক (১৪.৯ শতাংশ)।

আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক খেলছেন চিলির বিভিন্ন লিগে। সংখ্যাটা ১২৭। এরপর যথাক্রমে স্পেন (৬৭) ও ইতালিয়ান (৫৬) লিগে খেলছেন আর্জেন্টাইনরা। ফ্রান্স থেকে সর্বোচ্চ ১২৩ ফুটবলার খেলছেন লুক্সেমবার্গের লিগে। এরপরই বেলজিয়ামের (৯৬) লিগে খেলছেন ফরাসি ফুটবলাররা। স্প্যানিশদের পছন্দ ইংল্যান্ডের লিগ এবং ইংলিশ ফুটবলারদের অধিকাংশ খেলেন স্কটিশ লিগে (১৪৬)।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর