সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রাহায়ণ ১৪৩২

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের হতাশা ভুলতে চায় ইতালি

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের হতাশা ভুলতে চায় ইতালি

আগের বিশ্বকাপে খেলা হয়নি। মাঝে কোচ রবার্তো মানচিনির অধীনে ইউরো জিতেছে ইতালি। তবে চার বারের বিশ্বকাপজয়ীদের এই আনন্দ টেকেনি বেশিদিন। ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই থেকে তো বটেই, পরে প্লে অফ থেকেও বিদায় নিয়েছে ইতালিয়ানরা। ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে না খেলার হতাশা সঙ্গী হয়েছে তাদের।

এমনই এক সময়ে ইউরো চ্যাম্পিয়নরা ‘ফিনালিসিমায়’ মুখোমুখি হচ্ছে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। লিওনেল মেসির দলকে হারিয়ে বিশ্বকাপে না খেলার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে চায় ইতালি। এমনটাই জানালেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমা।

পিএসজিতে গেল মৌসুমে যোগ দিয়েছেন ডনারুমা। সেই গ্রীষ্মকালীন দলবদলে মেসিও যোগ দিয়েছেন একই দলে। পিএসজিতে আগে থেকেই আছেন আর্জেন্টিনার একগাদা খেলোয়াড়। আনহেল ডি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেস, মাউরো ইকার্দিরা খেলেন সেই দলেই। ফলে আলবিসেলেস্তেদের সম্পর্কে ভালোই জানাশোনা আছে তার।

 সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডনারুমা জানালেন, এ নিয়ে মেসির সঙ্গে কথা হয়েছে তার। বললেন, ‘প্যারিসে নিজেদের শেষ ম্যাচের পর আমরা নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছি। তবে তার আগেই তার সঙ্গে নিজেদের নিয়ে অল্পসল্প কথা হয়েছে আমার।’ 

আগামী ২ জুন বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ইতালি। সেই ম্যাচের প্রস্তুতি সম্পর্কে ডনারুমা বলেন, ‘আর্জেন্টিনা অসাধারণ এক দল। তাদের জন্য আমাদের সেরা প্রস্তুতিটাই নিতে হবে।’

এটা মোটেও সহজ একটা বছর ছিল না। তবে আমি সবসময় যেমন থাকি, কঠোর পরিশ্রম করি, এখনো তেমনই আছি। বিশ্বকাপের হতাশাটা এখনো তরতাজাই আছে, এরই মধ্যে বুধবার আমাদের ম্যাচ, সেটা জিততে হবে আমাদের। আমাদের শিগগিরই ভালো খেলা শুরু করতে হবে, ভালো ফলাফল পাওয়া শুরু করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না আমরা ইউরোয় কী করেছি। আমরা দারুণ একটা দল, আমরা অবিশ্বাস্য ফলাফল অর্জন করেছি।’

ডনারুমা ছাড়াও আরও একজন সম্প্রতি কথা বলেছেন মেসিদের নিয়ে। ফেদেরিকো বার্নাদেস্কির কণ্ঠে অবশ্য একরাশ প্রশংসাই ঝরে পড়েছে আর্জেন্টিনা প্রসঙ্গে। তিনি বলেন, ‘যখন আপনি শক্তিশালী, ঐতিহাসিকভাবে সমৃদ্ধ আর্জেন্টিনার মুখোমুখি হওয়াটা সবসময়ই দারুণ ব্যাপার। দুটো চ্যাম্পিয়নে ভরা দলের লড়াইটা দুর্দান্তই হবে। এই ম্যাচে খেলা তো বটেই, দেখাটাও হবে বেশ সুন্দর।’

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম: