সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ভিজিট ভিসায় মসজিদে নববীতে কোরআন শেখার সুযোগ

ভিজিট ভিসায় মসজিদে নববীতে কোরআন শেখার সুযোগ

সংগৃহীত

এখন থেকে মসজিদে নববীর কোরআন শিক্ষার ক্লাসে অংশ নিতে পারবেন ভিজিট ভিসাধারী। পাশাপাশি তারা চাইলে মদিনার ইসলামিক ইউনিভার্সিটিতে ছয় সপ্তাহ মেয়াদি আরবি ভাষা কোর্সেও ভর্তি হতে পারবেন। এতে দুই মাসের একটি অনন্য ধর্মীয় ও ভাষা–শিক্ষার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন স্বল্পমেয়াদি ভিসায় আগতরা।

মসজিদে নববী কতৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ভিজিট ভিসাধারী বা অন্য যেকোনো ভিসায় আগতরা মসজিদে নববীতে কোরআন পাঠের ক্লাসে অংশ নিতে পারবেন।

মসজিদে নববীর ভেতরেই প্রতিদিন কোরআন ক্লাস অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী স্তরভিত্তিকপাঠদান করা হয়। শুরুর পর্যায়ে যারা আছেন, তারা কিরাত ও উচ্চারণ শিখতে পারেন; আর উন্নত পর্যায়ের শিক্ষার্থীরা কোরআনের তাফসির বা ব্যাখ্যা অধ্যয়ন করেন।

এছাড়াও ভিজিট ভিসাধারীদের জন্য মদিনার ইসলামিক ইউনিভার্সিটিতে আরবি ভাষা শেখার একটি বিশেষ কোর্স চালু করা হয়েঠে। ছয় সপ্তাহের এই প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থীরা আরবি পড়া, লেখা ও কথোপকথনের চর্চা করেন। পর্যায়ক্রমে তারা বিভিন্ন দক্ষতা ও স্তর অতিক্রম করে ভাষায় পারদর্শিতা অর্জনের সুযোগ পান।

বিশ্ববিদ্যালয়ের অবস্থান নববী মসজিদের কাছেই হওয়ায় দুই জায়গায় ক্লাস করলেও শিক্ষার্থীদের জন্য এটি একটানা ও পরিপূর্ণ শিক্ষার অভিজ্ঞতা তৈরি করবে।

এই দুটি প্রোগ্রাম মিলিয়ে ভিজিট ভিসাধারীদের জন্য প্রায় দুই মাসের ধারাবাহিক ধর্মীয় ও ভাষা–শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। তবে দুটির নিবন্ধন প্রক্রিয়া আলাদা। মসজিদে নববীর ক্লাসে অংশ নিতে তুলনামূলক সহজভাবে নাম লেখানো যায়। বিশ্ববিদ্যালয়ের কোর্সের জন্য নির্দিষ্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম: