
সংগৃহীত
মুসা (আ.)-এর সময়কালে স্বৈরাচারী ও অহংকারী বাদশা ছিল ফেরাউন। সে নিজেকে রব বলে দাবি করেছিল এবং সেই অঞ্চলের মানুষকে নিজের উপাসনা করতে বাধ্য করেছিল। আল্লাহ তায়ালা তাদের কাছে নবী হিসেবে পাঠালেন মুসা (আ.)-কে।
মুসা (আ.)-কে নবুয়ত দেওয়ার পর তিনি তাকে ফেরাউনের দরবারে যাওয়ার নির্দেশ দিলেন এবং ফেরাউনকে সঠিকপথে আহ্বান করতে বললেন। মুসা (আ.) ফেরাউনের পক্ষ থেকে সীমালঙ্ঘনের আশঙ্কা করলেন। আল্লাহ তায়ালা তাকে অভয় দিয়ে বললেন, তোমার সঙ্গে আমি আছি তুমি ভয় পেয়ো না।
মুসা (আ.) ফেরাউনের দরবারে যাওয়ার পর ফেরাউন তার কাছে ররেব পরিচয় জানতে চাইলো এবং বললো, তোমার রব কে? হে মুসা! উত্তরে মুসা (আ.) বলেছিলেন—আমাদের রব তিনি, যিনি সকল বস্তুকে তার আকৃতি দান করেছেন, অতঃপর সঠিক পথ নির্দেশ করেছেন’। (সুরা ত্বহা, আয়াত : ৫০)
আল্লাহর পরিচয় দিতে গিয়ে তিনি আরও বলেছিলেন, আল্লাহ হলেন যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা এবং তাতে করে দিয়েছেন তোমাদের জন্য চলার পথ, আর তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। (সুরা ত্বহা, আয়াত : ৫৩)
অর্থাৎ, আল্লাহ ও স্রষ্টা হলেন তিনি, যিনি মানুষের জন্য যে আকার-আকৃতি যথোপযুক্ত ছিল তা মানুষকে এবং পশুদের জন্য যে আকার-আকৃতি যথোপযুক্ত ছিল তা তাদেরকে দান করেছেন। তিনি প্রতিটি বস্তুকেই যেটা তার জন্য ভাল সেটার জ্ঞান দিয়েছেন। তারপর সে ভাল জিনিসটার দিকে কিভাবে যেতে হবে সেটা দেখিয়ে দিয়েছেন।
সূত্র: ঢাকা পোষ্ট