শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্মহীনতা মানুষকে বেপরোয়া করে তোলে

ধর্মহীনতা মানুষকে বেপরোয়া করে তোলে

মহান আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বিন হলো ইসলাম। যা পবিত্র কোরআনে মহান আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় ইসলামই আল্লাহর কাছে একমাত্র দ্বিন। ’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৯)

অতএব দুনিয়া ও আখিরাতের সফলতা ও কল্যাণ অর্জন করতে চাইলে অবশ্যই এই শান্তির ধর্ম আঁকড়ে ধরতে হবে। কিন্তু অবিশ্বাসীরা তা মেনে নিতে পারেনি। তাই তারা যুগে যুগে এই ধর্মকে দমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়েছে। এমনকি তারা এতটাই হতভাগা ও বেপরোয়া যে, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক মহান আল্লাহকেও মিথ্যারোপ করতে দ্বিধাবোধ করেনি। মূলত এটি তাদের ধ্বংসের নিদর্শন। তাদের দাম্ভিকতা, প্রপাগান্ডা ও ষড়যন্ত্র তাদের এতটা নিচে নামিয়ে দেয় যে তারা আল্লাহর ওপর মিথ্যারোপ করার মতো জঘন্য কাজে লিপ্ত হতেও কুণ্ঠাবোধ করে না। পবিত্র কোরআনে তাদের কুখ্যাত জালিম বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আর সে ব্যক্তির চেয়ে জালিম আর কে, যে আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে অথবা তার নিকট সত্য আসার পর তা অস্বীকার করে? জাহান্নামের মধ্যেই কি কাফিরদের আবাস নয়?’ (সুরা : আনকাবুত, আয়াত : ৬৮)

ধর্মের প্রতি বিদ্বেষ পৃথিবীতে নতুন নয়, বিভিন্ন নবীর সময়েও ধর্মবিদ্বেষী কিছু হতভাগা ছিল, যারা সত্যকে প্রত্যাখ্যান করে মানুষকে তা থেকে বিরত রাখার জন্য নবীদের ওপর পর্যন্ত মিথ্যা অপবাদ দিয়েছে। এবং আল্লাহর কালামের স্বচ্ছতা নিয়ে পর্যন্ত প্রশ্ন তোলার দুঃসাহস করেছে। সব যুগেই সত্যের বিরুদ্ধে তারা মিথ্যার দুর্গ গড়ে তোলার অপচেষ্টা করেছে। যারা আল্লাহর প্রিয় বান্দা ও প্রকৃত সত্যের দিশারি তাদের ওপর জুলুম-নির্যাতন করেছে। পবিত্র কোরআনে তাদের এসব কুকীর্তির তথ্য মহান আল্লাহ নিজেই ফাঁস করেছেন। ইরশাদ হয়েছে, ‘কাফিররা বলে, ‘এটি তো জঘন্য মিথ্যা, যা সে রটনা করেছে আর অন্য এক দল তাকে সাহায্য করেছে। ’ এভাবে তারা জুলুম ও মিথ্যা নিয়ে এসেছে। ’  (সুরা : ফুরকান, আয়াত : ৪)

তাই কখনো এ ধরনের লোকদের রোষানলে পড়লে বিচলিত হওয়ার কিছু নেই, যারা আল্লাহর ওপর মিথ্যারোপ করতে পারে, যারা আল্লাহর নবী-রাসুলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তাদের ওপর জুলুম নির্যাতন করতে পারে, তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয় তাদের কোনো অপরাধ ছাড়াই, তারা অপবাদের ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করে। ’ (সুরা : আহযাব, আয়াত : ৫৮)

তাই ধর্মের শীতল স্পর্শ থেকে বঞ্চিত বেপরোয়া দুর্ভাগাদের মিথ্যাচারে বিচলিত না হয়ে নিজেদের ঈমান-আমলকে আরো সতেজ করার লক্ষ্যে ইখলাসের সহিত কাজ করা উচিত। মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর