বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মহামারিকালে যে দোয়া পড়বেন

মহামারিকালে যে দোয়া পড়বেন

হজরত মুহাম্মদ (সা.) মহামারির সময় দোয়া পড়তে বলেছেন। আরো বলেছেন কোথাও মহামারি দেখা দিলে সে এলাকায় যাওয়া এবং সেখান থেকে অন্য এলাকায় যাওয়া থেকে বিরত থাক।

আলেমগণ বলছেন এই দোয়াটি মহামারির সময়ে বেশি বেশি আমল করার জন্য। দোয়াটি হলো-

اللهم اني اعوذ بك من البرص والجنون واعوذ بك من الجذام ومن سيء الاقسام

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুনুনে, ওয়া আউযুবিকা মিনাল জুযামে ওয়া মিন সাইয়ি ইল আকসাম।

অর্থ: হে আল্লাহ আমি তোমার কাছে ধবল রোগ ও মাতলামি থেকে আশ্রয় প্রার্থনা করছি, এবং কুষ্ঠরোগসহ সব ধরনের খারাপ রোগ থেকে আশ্রয় প্রার্থনা করছি।

আলোকিত সিরাজগঞ্জ