
স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে অব্যাহতির পর এবার সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রাম থেকে পঙ্কজ দেবনাথকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোন করে এ নিদের্শ দেন।
এ বিষয়ে পংকজ দেবনাথকে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। এর আগে গতকাল ঢাকা মহানগর উত্তরের বর্ধিত সভায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসারেরর পদ থেকে অব্যাহতির তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আলোকিত সিরাজগঞ্জ