বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

সিরাজগঞ্জের শাহজাদপুরে অগ্নি নির্বাপনের মহড়া শুরু

সিরাজগঞ্জের শাহজাদপুরে অগ্নি নির্বাপনের মহড়া শুরু

সংগৃহীত

শাহজাদপুর উপজেলা ফায়ার স্টেশনের মাসব্যাপী অগ্নিনির্বাপক ও ‍ভূমিকম্প মোকাবিলার মহড়া শুরু হয়েছে। রবিবার প্রথম দিনে শাহজাদপুর পিপিডি হাসপাতালে ডাক্তার ও নার্সদের উপস্থিতিতে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় এর উপর অগ্নিনির্বাপক বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। মহড়া প্রদর্শন করেন টিম লিডার আসাদুজ্জামান।

এ সময় হাসপাতালের ডাক্তার ও নার্সসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, বৈদ্যুতিক লাইনে, যন্ত্রপাতিতে আগুন ধরলে পানি ব্যবহার করবেন না। বহনযোগ্য কার্বন ড্রাই অক্সাইড ড্রাইকেমিক্যাল পাউডার এক্স্রটিং পাউডার ব্যবহারের কথা বলেন।

তৈল জাতীয় পদার্থের আগুনে পানি ব্যবহার বিপদজনক। বহনযোগ্য ভেজা মোটা কাপড় বা চটের বস্তা দ্বারা চাপা দিলে আগুন নিয়ন্ত্রণে আসবে। গায়ে আগুন ধরলে মাটিতে গড়াগড়ি দেয়ার কথা বলেন। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ: