অপরূপ সৌন্দর্যের নজরকাড়া নিদর্শন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ। সিরাজগঞ্জের বেলকুচিতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদটি দেশজুড়ে বহু ধর্মপ্রাণ মানুষের দৃষ্টি কেড়েছে। অনেকেই ধারণা করছেন নির্মাণশৈলীর দিক থেকে এটি দেশের অন্যতম সেরা মসজিদের একটি।
সিরাজগঞ্জ শহর থেকে ২০ কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভাধীন মুকন্দগাঁতী এলাকায় সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের পশ্চিমে আড়াই বিঘা জমির ওপর নির্মিত হয়েছে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ। এই মসজিদে একসঙ্গে পাঁচ হাজার মানুষের নামাজের ব্যবস্থা আছে।
এই মসজিদের ওপরে বিশাল আকৃতির একটি গম্বুজের পাশাপাশি আরো আটটি ছোট গম্বুজ রয়েছে। মসজিদের দুই পাশে রয়েছে ১১ তলা সমতুল্য (১১০ ফিট) উচ্চতার মিনার। মসজিদের ভেতরে মার্বেল পাথর ও গ্রানাইড পাথর দিয়ে মোড়ানো দৃষ্টিনন্দন নয়নাভিরাম কারুকাজ নজর কাড়ে দর্শনার্থী ও মুসল্লিদের। চত্বরে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে সবুজ ঘাস। সবমিলিয়ে যেন অনন্য সৌন্দর্য ছড়িয়ে দেয় চারিদিকে।
রাতে আলোর ঝলকানিতে অপরূপ সাজে সজ্জিত হয় মসজিদটি। চতুর্দিকে রয়েছে রংবেরঙের আলোকসজ্জা। বেশ দূর থেকেই মসজিদের গম্বুজ ও নির্মাণাধীন মিনার দুটি দেখা যায়। আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদের স্থাপত্যশৈলী যেকোনো দর্শককে মুগ্ধ করে। দর্শনার্থী আরিফ হোসেন জোহরের নামাজ শেষ করে বের হয়ে বলেন, বেলকুচিতে এত সুন্দর একটি মসজিদ করা হয়েছে যা সত্যিই প্রশংসার দাবিদার।