
সিরাজগঞ্জের রায়গঞ্জে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (এনএটিপি)-২ এর আওতায় উপজেলার ৯ ইউনিয়নের ৩২ জন কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
কমিউনিটি বীজ উৎপাদন ফলন পার্থক্য কমানো, প্রযুক্তি ক্লাষ্টার বোরো প্রদর্শনী, ক্লাষ্টার সরিষা প্রদর্শনী, ক্লাষ্টার সবজি প্রদর্শনীসহ অন্যান্য মোট ৩২টি প্রদর্শনীর জন্য সার, কীটনাশক, বীজ রাখার পাত্র (ড্রাম), ফেরোমন ট্র্যাপ (পোকা ধরার ফাঁদ) ও আন্ত : পরিচর্যা খরচসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার দেলোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মাহবুব হোসেন প্রমুখ।
আলোকিত সিরাজগঞ্জ