মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

র‌্যাব-১২’র পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাব-১২’র পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার তেতুলিয়া পশ্চিমপাড়ার হাছান আলীর বাড়ির উত্তর পার্শ্বে কাঁচা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) লিটার দেশিয় চোলাই মদসহ আ. মতিন (৫২) নামের শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। তার পিতা-মৃত গাদোল শেখ।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপর অভিযানে সোমবার রাত ১১.৩০টায় বগুড়া জেলার শেরপুর থানাধীন চান্দাইকোনা বগুড়া বাজার বাসস্ট্যান্ডের পূর্ব পার্শ্বে মামা-ভাগ্নে মিষ্টান্ন ভান্ডারের সামনে ২৭৮ বোতল ফেনসিডিলসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ ৪,৩০০ টাকা এবং ১টি পিকআপ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি আজিজুল ইসলাম (৩৮), পিতা-মৃত: হাফিজুর রহমান, থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পৃথক আরেকটি অভিযানে মঙ্গলবার রাত ১২.২০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা (নতুনপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ৩৯০ বোতল ফেনসিডিলসহ মোছা. ফুয়ারা খাতুনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল জব্দ করা হয়। তার স্বামী-মৃত আমিনুল ইসলাম। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ