বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ ব্যবসায়ীর জরিমানা

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ ব্যবসায়ীর জরিমানা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৪ বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ২৭ লাখ টাকার বালু।

এ অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, ওই এলাকার মাহাবুব আলী, জাহাঙ্গীর হোসেন, শুকুর আলী ও ফখরুল ইসলাম ফকু।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চৌহালী উপজেলার যমুনা নদীর জোতপাড়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল প্রভাবশালী একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিনের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ওই ৪ ব্যবসায়ীসহ ১ শ্রমিককে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ৪ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা এবং স্বাস্থ্যবিধি না মেনে সেখানে উপস্থিত থাকায় এক শ্রমিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ