বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

চৌহালীতে ৩০ জেলের কারাদন্ড, ৩৩ হাজার মিটার জাল জব্দ

চৌহালীতে ৩০ জেলের কারাদন্ড, ৩৩ হাজার মিটার জাল জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় নদীতে মা ইলিশ ধরার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী ১২ জেলেকে এক বছর করে ও বেলকুচিতে ১ ৮ জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার সকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন ও বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আনিসুর রহমান এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, ইউসুব আলী, রাজু, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মাসুদ, আশরাফুল ইসলাম, সওদাগর, হযরত আলী, আরশাদ আলী, আলী হাসান, আব্দুল আলীম,আব্দুল আওয়াল।

চৌহালী উপজেলার ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম জানান, বুধবার রাতভর যমুনা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। চৌহালী উপজেলার অংশে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রসায় বিতরণ করা হয়েছে। অপর দিকে বেলকুচিতে যমুনা নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটকের পর প্রত্যককে ১৪ দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ