বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

করোনা

দ্রব্যমূল্য বৃদ্ধি, বেলকুচিতে ৫ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

দ্রব্যমূল্য বৃদ্ধি, বেলকুচিতে ৫ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

করোনা ভাইরাসকে পুজি করে সিরাজগঞ্জের বেলকুচিতে হাট-বাজারে ইচ্ছেমতো দ্রব্যমূল্য বৃদ্ধি করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া বাজারে ও মুকুন্দগাঁতী বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

এ সময় প্রতিষ্ঠান গুলিতে ইচ্ছেমতো দ্রব্যমূল্য বৃদ্ধি করায় ধুকুরিযাবেড়া বাজার আকবর আলীর মুদি দোকানে ৫ হাজার টাকা, মুকুন্দগাঁতী বাজারে হারুনের দোকানে ২ হাজার টাকা, হারেজ আলীর দোকানে ২ হাজার টাকা, হাজী চাঁনের দোকানে ২ হাজার টাকা, চালা বাজারের মিল্টনের দোকানে ১ হাজার টাকা জরিমান করেন।

অভিযানকালে থানা পুলিশ উপস্থিত ছিলেন। বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে চাল, ডাল, আলু ,পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপ্রয়জনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করছে।

এ বিষয়ে জন সাধারণকে সচেতন হতে হবে। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। ভোগ্যপণ্য বাজার দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যহত থাকবে।

আলোকিত সিরাজগঞ্জ