শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সিরাজগঞ্জে সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে নিশ্চিন্তে অভিবাবকরা

সিরাজগঞ্জে সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে নিশ্চিন্তে অভিবাবকরা

সিরাজগঞ্জ সন্তানকে শহরের হৈমবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে পাঠিয়ে নিশ্চিন্ত রয়েছেন অভিভাবকরা। সেইসাথে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘোরাফেরা করতে না পারায় স্কুলে উপস্থিতির হার বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ জুলাই ওই স্কুলে আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে স্মার্ট বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থীদের সময়মতো উপস্থিতি মূল্যায়ন রিপোর্ট, পরীক্ষার সিট প্লান, পরীক্ষার ফলাফল, বেতন ফি জমা দেয়ার সকল ভোগান্তি কাটিয়ে প্রযুক্তির মাধ্যমে এখন সব কিছুই সহজে করা যাচ্ছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, স্বাস্থ্য সুরক্ষা ক্লাবসহ স্মার্ট বিদ্যালয়ের সব সুবিধাই পাচ্ছে শিক্ষার্থীরা। জেলার প্র স্মার্ট বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করা এ বিদ্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা, ডিজিটাল ক্লাস, পরীক্ষা ফি গস্খহণ, অনলাইনে বেতন নেয়া হচ্ছে।এতে মোবাইল মেসেজের মাধ্যমে অভিভাবকরা নিশ্চিত হতে পারছেন তাদের মেয়েরা স্কুলে কখন যাচ্ছে এবং কখন স্কুল থেকে বের হচ্ছে।

শিক্ষার্থীরা বলেন, হৈমাবালা বালিকা উচ্চ বিদ্যালয়কে জেলায় প্রথমবারের মতো স্মার্ট বিদ্যালয় ঘোষণা করা হয়েছে। আইডি কার্ড পাঞ্চ কওে এখন বিদ্যালয়ে আসা যাওয়া করছি। এতে আমাদের বাবা-মা নিশ্চিন্তে থাকতে পারেন এবং বিদ্যালয়ে পড়াশোনার সুন্দর পরিবেশ ফিরে এসেছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আরা সাংবাদিকদের বলেন, ম্যানেজিং কমিটির সভাপতির সিদ্ধান্তে বিদ্যালয়টি সিরাজগঞ্জে প্রথম স্মার্ট বিদ্যালয় করা হয়েছে। আইডি কার্ডে পাঞ্চ করে শিক্ষার্থীরা প্রবেশ করে। এতে উপস্থিতির হার বেড়েছে। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ জানান, সরকার স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় আমরা স্মার্ট বিদ্যালয় ঘোষণা করেছি। স্মার্ট বিদ্যালয়ের সকল সুবিধা শিক্ষক শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: