বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

চৌহালীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ উদ্বোধন

চৌহালীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ উদ্বোধন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঘোড়জান ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিমের জমিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা ব্যয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য চার রুম বিশিষ্ট ‘বীর নিবাস’ নামে আবাসন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত( ইউএনও)মোহাম্মদ সাইফুল ইসলাম ।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, ঘোড়জান  ইউনিয়ন  আ'লীগের সাধারণ  সম্পাদক মোহাম্মদ শাহ আলম সহ স্থানীয় ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে প্রথম পর্যায়ে প্রতিটি বাড়ি ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা ব্যয়ে উপজেলায় মোট ১৮টি বাড়ি নির্মাণসহ আরও বেশকিছু বাড়ি নির্মাণ হবে জানা গেছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: