রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

রায়গঞ্জে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

রায়গঞ্জে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) দুপুরের দিকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত রশিদ ওই উপজেলার লাহোর গ্রামের বাসিন্দা। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  জানান, শ্যালো ইঞ্জিনচালিত ধান মাড়াই মেশিনে হলেও তাতে বৈদুত্যিক মোটর সংযোগ করেন রশিদ।

পরে বুধবার সকালে মেশিনটি দিয়ে ধান মাড়াই করার সময় কোনো কারণে সেটি আর্থিং হয়ে যায়। এ সময় রশিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: