বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

চৌহালী থানার নবাগত ওসি হারুন অর রশীদের যোগদান

চৌহালী থানার নবাগত ওসি হারুন অর রশীদের যোগদান

সিরাজগঞ্জের চৌহালী থানার নবাগত ওসি হারুন অর রশীদ যোগদান করেছেন। রোববার সকালে (৩ এপ্রিল) চৌহালী থানার ওসি রফিকুল  ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।  এর আগে তিনি বগুড়া জেলার কাহালু থানার তদন্ত(ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

হারুন অর রশীদের জন্ম ময়মনসিংহ জেলায়। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী হারুন অর রশীদ ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন।

এর আগে তিনি বগুড়া জেলার বিভিন্ন থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক  কন্যা সন্তানের জনক।

চৌহালী থানায় যোগদানের পর  (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, থানা এলাকার সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা নিয়ে অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: