
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অভিযান চালিয়ে ২৪৯ পিচ ইয়াবাসহ মোঃ মোতালেব হোসেন(৩২) নামের একজনকে আটক করেছে র্যাব। রোববার (৯ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা ।
আটক মোঃ মোতালেব হোসেন(৩২) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন মশিপুর গুচ্ছ গ্রামের মৃত আফছার আলীর ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের সঙ্গে তিনিসহ আরো একটি গ্রুপ সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব সূত্র।
র্যাব জানায়, রোববার (৯ জানুয়ারি) বিকালে শাহজাদপুর থানাধীন মশিপুর গুচ্ছ গ্রামস্থ জনৈক মোঃ রেজাউল করিম মুকুলের জমির প্রাচীর সংলগ্ন উত্তর পার্শ্বে কাঁচা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪৯ (দুইশত উনপঞ্চাশ) পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল এবং নগদ ১,৫৩০/- জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত সিরাজগঞ্জ